\ জরুরী নোটিশ \
অনলাইনে আবেদন ফরম পূরণ করে ৭ দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ে নি¤েœাক্ত কাগজাদি ও অভিভাবক সঙ্গে নিয়ে বিদ্যালয়ে উপস্থিত পূর্বক ভর্তির প্রাথমিক কার্যাদী সম্পন্ন করতে হবে।
১.শিক্ষার্থীর বিদ্যালয় পরিত্যাগ পত্র।
২.শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি (অনলাইন)।
৩.পিতার ঘওউ কার্ডের ফটোকপি।
৪.মাতার ঘওউ কার্ডের ফটোকপি।
৫.নতুন ভর্তি কার্যক্রম বাবদ প্রাথমিক পর্যায়ে 400/= টাকা প্রদান করতে হবে।
৬.সপ্তম হতে দশম শ্রেনীর ক্ষেত্রে (পুরাতন) ভর্তি কার্যক্রম বাবদ 100/= টাকা প্রদান করতে হবে।
৭.ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে অবশ্যই শিক্ষার্থীর পিতাকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসতে হবে। পিতা মৃত বা বিদেশ থাকলে মা অথবা দায়িত্বরত অভিভাবক সঙ্গে নিয়ে আসতে পারবে।
৮.বিদ্যালয়ের ধারণ ক্ষমতার অধিক শিক্ষার্থীর অনলাইনে ভর্তি আবেদন জমা হলে, চুড়ান্ত ভর্তির জন্য লটারীর মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
৯.শিক্ষার্থী চুড়ান্তভাবে ভর্তির নির্দেশনা পেলে পরবর্তীতে অনলাইনে যাবতীয় ফি পরিশোধ করবে।
[ বিঃ দ্রঃ অনলাইনে আবেদন ফরম পূরণ করলেই বিদ্যালয়ে চুড়ান্ত ভর্তির নিশ্চয়তা প্রদান করবে না ]